সুরাইয়া রহমান তন্নী »
ঈদে টানা ছুটির পর আবারও শহরে ফিরতে শুরু করেছেন নগরবাসী। ঈদুল আজহার ছুটি শেষে খুলেছে সরকারি-বেসরকারি অফিস। ঈদের সময় নাড়ির টানে যারা বাড়ি গিয়েছিলেন, জীবিকার তাগিদে তারা নগরীতে ফিরতে শুরু করেছে। অনেকেই বুধবার কর্মস্থলে যোগ দিয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল থেকে চট্টগ্রাম নগরীর স্টেশনে এসে পৌঁছেছে বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা একের পর এক ট্রেন । এছাড়া বহদ্দারহাট, অলংকার, হাটহাজারী বাস স্টেশন, জিইসি মোড়, দামপাড়া, সিনেমা প্যালেস, অক্সিজেন মোড়, বিআরটিসিসহ প্রায় সব বাস কাউন্টারে গ্রামফেরত যাত্রীর ভিড় দেখা গেছে।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এবার ঈদের ছুটি অন্যান্য বছরের তুলনায় কম ছিল। ঈদের পরে নির্ধারিত ছুটি ছাড়া সাপ্তাহিক বা অন্য কোনো সরকারি ছুটি নেই। তাই অনেকে মঙ্গলবারই শহরে ফিরেছে।
বহদ্দারহাট বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে ঈদ শেষে চট্টগ্রামে ফিরছে লোকজন। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন কর্মজীবী। সোহাগ পরিবহনের বাসে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছে জাবেদুল ইসলাম জনি বাংলাধারাকে বলেন, চার দিন ছুটি পেয়েছি, যা গতকাল শেষ হয়েছে। আজ থেকে অফিস খুলেছে। তাই সকালেই চলে এসেছি।
সোহাগ পরিবহনের আবু হেনা জানিয়েছেন, ঢাকা ও সিলেট থেকে আসা তাদের পরিবহনগুলো পূর্ণ যাত্রী নিয়ে এসেছে।
এছাড়া চট্টগ্রাম রেলস্টেশন ঘুরে দেখা যায়, সকাল থেকেই যাত্রীদের ভিড়। সবারই চাকরিতে ফেরার ব্যস্ততা। কুমিল্লা থেকে ট্রেনে ফেরা সায়েম কাদের জয় বলেন, আমার বাড়ি লাকসাম, কিন্তু কাজ করি চট্টগ্রামে।
চট্টগ্রামমুখী ট্রেনগুলোতে অনেক যাত্রী ফিরতে দেখা গেছে। এইদিকে চিরচেনা বহদ্দারহাট, চকবাজার, ২নাম্বার গেট, জিইসি, আগ্ররাবাদ ব্যস্ত রাস্তাগুলো অনেকটাই ফাকা দেখা গেছে।
বাংলাধারা/এসআরটি