ksrm-ads

২ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

সৈয়দ আশরাফের দু’টি কবিতা

আমি ভালো থাকি সবসময় – দারিদ্র্যে

শুনছো, বলছি তোমায়
আমার কোঁচকানো জামা দেখে
তোমার ভ্রূ কোচকায়?
খোলা মন নিয়ে আয়নাতে নিজেকে দেখো
দেখবে, তোমার কপালের বলিরেখা গুলো
তোমার উপর অট্ট হাসি হাসছে।

আমার জীর্ণ শীর্ণ বেল্ট,
আর বিধ্বস্ত পাদুকার শুকতলি দেখে
আমার রুচিবোধ নিয়ে প্রশ্ন জাগছে?
পাল্টা প্রশ্ন, তোমার নির্বোধ বুদ্ধিমত্তাকে,
উনি সচল আছেনতো ?

পরিশেষে বলি শোনো,
তোমরা যারা আমার অসামর্থ্য কে
পরিহাস করে “দারিদ্র” নামে ডাকো
দারিদ্র আমার পরম আত্মীয় নয়, অবশ্যই!
সে আমার ইচ্ছা-বিরুদ্ধ সহযাত্রী মাত্র,
আর, আমি ভালো থাকি সবসময়,
আমার সহযাত্রী নিয়ে – দারিদ্র্যে।

অভিমান, বাকিটা অসমাপ্ত

অভিমান
বহুদিন আয়নাতে অদেখা মুখছবি
এলো চুল আর সাথে রাতজাগা লালচে চোখ।

অভিমান
তপ্ত রোদের পরে, গুমোট আবহাওয়া
শীতের ঠিক শুরুতে এক পশলা বরষা।

অভিমান
অতীতকে ভুলে থাকার মিথ্যে অভিনয়
ফেরারি স্মৃতি থেকে দূরে বহুদূরে, নিরুদ্দেশ যাত্রা।

অভিমান
হঠাৎ কোলাহলের মাঝে নিরবতা
শূন্যতার মাঝে, চিৎকার করে নিজেকে খোজা।

অভিমান
নিজের কাছে নিজেই অপরিচিত কেউ
উত্তাল আবেগকে শান্তনার নিস্ফল প্রচেষ্টা।

‘অভিমান’ তুমি থাক তোমার মতো,
এই আছি বেশ, বাকিটা অসমাপ্ত!

সৈয়দ আশরাফ উদ্দিন আহমেদ

কান্ট্রি হেড, ২.৫ এনভিজি বাংলাদেশ, এসিলর বাংলাদেশ প্রাইভেট লিমিটেড।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন