ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ভাইয়ের

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে শাহীন উদ্দিন (১৭) নামে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের পুকুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

মৃত শাহিন উদ্দিন পৌরসভার ৫নং ওয়ার্ডের ঘাটছেক লক্ষীরখীর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। শাহিন চার ভাই এক বোনের মধ্যে মেজ সন্তান।

এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ কামরুজ্জামান সুমন বলেন, দুপুর ১টার দিকে স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিনের ছোট ছেলে উপজেলা পরিষদের পুকুরে পাড়ে খেলতে এসে পুকুরে পড়ে যায়। ছোট ভাইয়ের ডুবে যাওয়া দেখে বড় ভাই শাহিন উদ্দিন তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। এসময় ছোট ভাইকে বাঁচাতে পারলেও নিজে পানিতে তলিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কিন্তু কর্তব্যরত চিকিৎসক বড় ভাইকে মৃত ঘোষণা করেন। ছোট ভাই চিকিৎসা নিয়ে সুস্থ আছে বলে জানান এ কর্মকর্তা।

উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার জান্নাতুল জানান, হাসপাতালে আনার আগেই শাহিনের মৃত্যু হয়েছে।

এদিকে এমন মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের আত্মীয়-স্বজন ও প্রতিবেশিরা ছুঁটে আসেন নিহতের বাড়িতে। এসময় সকলের কান্না ও আর্তনাদে সেখানকার পরিবেশ ভারি হয়ে ওঠে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ