ksrm-ads

২১ এপ্রিল ২০২৫

ksrm-ads

জঙ্গল সলিমপুরে বাধা উপেক্ষা করেই চলল উচ্ছেদ অভিযান

বাংলাধারা প্রতিবেদক»

সন্ত্রাসী ও ভূমিদস্যুদের আখড়াখ্যাত জঙ্গল সলিমপুরের আলীনগরের উচ্ছেদ কার্যক্রম পরির্দশন করতে গিয়ে হঠাৎ বাধার মুখে পড়েছিল চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে র‍্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অবৈধভাবে বসবাসকারীদের প্রতিহত করে।

মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে উচ্ছেদ অভিযান চলাকালে তাদের ঘেরাও করে  এ বাধা দেওয়ার ঘটনা ঘটে। এসময় তারা সাংবাদিকদেরও অবরুদ্ধ করে রাখে।

এর আগে দুপুর আড়াইটার দিকে আলীনগরে উচ্ছেদ কার্যক্রম শুরু করে জেলা প্রশাসন।

জানা যায়, সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে ৩ হাজার ১০০ একর সরকারি খাস জমি রয়েছে। এ খাসজমির পাহাড় এবং টিলা কেটে একদল ভূমিদস্যু ও সন্ত্রাসী অবৈধ বসতি স্থাপন করছে। প্রকৃত ভুমি মালিকদের পুনর্বাসনের পাশাপাশি অবৈধ দখলদারদের উচ্ছেদের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

তিনি বলেন, ‘দখলের পাশাপাশি দোতলা, চারতলা বিশিষ্ট স্ট্রাকচারও গড়ে তুলছে তারা। কেবলমাত্র ভূমি দখলের উদ্দেশ্যে তারা একটি নিজস্ব সিস্টেম চালু করেছে। তারা জমির মালিকানা হস্তান্তর করছে এবং বিনিময় মূল্য নির্ধারণ করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসীরা এসে এখানে আশ্রয় নিচ্ছে। ভূমিদস্যূ ইয়াসিন, মশিউররা তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সরকার এখানে একটি মহাপরিকল্পনা করেছে। যেটুকু পাহাড় কাটা হয়েছে তার পরিবেশ প্রতিবেশকে ঠিক রেখে অবশিষ্ট অংশটুকুতে যে পাহাড় এবং টিলা রয়েছে তা আমরা সংরক্ষণ করবো। যে জায়গাটুকুর গাছ কেটে সবুজায়ন ধ্বংস করা হয়েছে সেখানে আমরা ২ লাখের মতো বনজ, ফলজ ও ওষুধি গাছের চারা রোপন করবো। তথ্যমন্ত্রী নিজেই এসে এসব চারা রোপনে অংশ নেবেন।’

মমিনুর রহমান বলেন, ‘মাস্টার প্ল্যান প্রনয়নের কাজে আমরা হাত দিয়েছি, সার্ভে চলছে। আগামী এক মাসের মধ্যে জঙ্গল সলিমপুরের মাস্টারপ্ল্যান সরকারের কাছে উপস্থাপন করতে পারবো। প্রকৃত অর্থে যারা একেবারেই ভূমিহীন, নিঃস্ব আমরা তাদেরকে সরকারি আশ্রয়ণ কর্মসূচির আওতায় প্রত্যেকের পূনর্বাসন করবো। আর যারা ভূমিদস্যূ, এখানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। ঘর ভাড়া দিচ্ছে, জমি হস্তান্তর করছে। তাদের কাউকেই আমরা ছাড় দেবো না।’

তিনি আরও বলেন, ‘যারা এখানে ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করছে তাদেরকে যত দ্রুত সম্ভব আমরা এখান থেকে সরিয়ে নেবো। গত দশ বছরে কেবল চট্টগ্রাম জেলায় ২২৭ জন মানুষ মৃত্যুবরণ করেছেন। আমরা পাহাড়ধসে আর একটি মৃত্যুও দেখতে চাই না।’

উল্লেখ্য, এর আগে গত ২২ জুলাই ভূমিদস্যু ও দখলদারদের সাম্রাজ্য চট্টগ্রামের জঙ্গল সলিমপুর দখলমুক্ত করতে অভিযান শুরু করে জেলা প্রশাসন। সম্প্রতি দুর্গম এ পাহাড়ি এলাকার সরকারি খাসজমি দখলমুক্ত করে আন্তর্জাতিক মানের হাসপাতালসহ ডজনখানেক স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার।

বাংলাধারা/জেএইচআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ