বাংলাধারা প্রতিবেদন »
আজ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করছে। এ উপলক্ষ্যে জনতা ব্যাংক লি: চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় সভাপত্বি করেন ডিজিএম মো. হুমায়ুন কবির চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ডিএমডি মো: তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার মোঃ কামরুল আহছান।
১৯৭৫ সালের শোকাবহ এই কালো দিবসের জঘন্যতম হত্যাকান্ড ও বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুনেচ্ছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামালসহ অন্যান্য সবাইকে স্মরণকরে বক্তব্য রাখেন ডিজিএমদের মধ্যে ফারুক আহমদ, মো. সিরাজুল করিম মজুমদার, মো. সরওয়ার কামাল, মো. জাকারিয়া।
এজিএমদের মধ্যে বক্তব্য রাখেন রাখাল রঞ্জন নাগ, পিযুষকান্তি ভদ্র, আবদুল আলিম ও আলেয়া বেগম, বিভিন্ন স্তরের অফিসাদের মধ্যে এসপিও খোরশেদ আলম, পিও অরুণকান্তি শীল, অফিসার মো: জসিম উদ্দীন ও সিবিএ নেতা আবু তাহের জেহাদী প্রমুখ। অনুষ্ঠানে শোক সংগীত পরিবেশন করেন ব্যবস্থাপক জনাব কার্ত্তিক চন্দ্র মজুমদার।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম