ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

জন্মদিনে মন ভালো নেই অপু বিশ্বাসের

বাংলাধারা বিনোদন »

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনয়গুণেই দর্শকনন্দিত হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জূতি বেঁধে অভিনয় করেছেন প্রায় ৬০-৭০টি সিনেমায়; যা ঢাকাই সিনেমার ইতিহাসে একটি বিরল রেকর্ড।

আজ সেই নায়িকার জন্মদিন। গড়ির কাঁটা বারো ছুঁতেই সহকর্মী থেকে শুরু করে ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন অপু বিশ্বাস। প্রত্যেকের জীবনে দিনটি বেশ আনন্দের হলেও এবারের দিনটি অপুর মুখে হাসি ফোটাতে পারেনি। বেশ কিছুদিন আগেই তার মা মারা গিয়েছেন। যার কারণে এই নায়িকার মন ভালো নেই।

এই নায়িকা ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেন, ‘সবাই বলে জন্মদিনে কি উপহার দেওয়া যায়? কিন্তু আমার সারা জীবনের সেরা প্রাপ্তি আমার মা। তুমি যদি আর একটিবার আমার মুখে পায়েস তুলে খাওয়াতে তাহলে আমার অনেক বড় গিফট পাওয়া হত। এই প্রথম তোমার হাতের পায়েস ছাড়া আমার জন্মদিন পার হচ্ছে। ভাবতেও পারিনি এমনটা হবে।’

অপু মায়ের জন্য আরও লিখেছেন, ‘তুমি যেখানে থাকো, অনেক ভালো থেকো মা। আমার এই দিনে তুমি আশীর্বাদ করো তোমার চাওয়া ‘জয়কে ডাক্তার বানানো’ আমি যেন পূরণ করতে পারি।’

ব্যক্তিজীবনে ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে তিনি বিয়ে করেন নিজের সর্বাধিক সিনেমার নায়ক শাকিব খানকে। নানা ঘটনার জন্ম দিয়ে তাদের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের জন্মের পর ২০১৭ সালে সেই বিয়ের কথা প্রকাশ্যে আনেন অপু। এ নিয়ে দুজনের দ্বন্দ্ব দেখা দেয়। অবশেষে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শাকিব-অপুর দাম্পত্য জীবনের ইতি ঘটে।

বাংলাধারা/এফএস/ইরা

আরও পড়ুন