বাংলাধারা ডেস্ক »
ঢাকা চট্টগ্রামসহ দেশের অন্যান্য সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সার্ভার জটিলতায় বন্ধ রয়েছে জন্মসনদ দেয়া। এতে ছেলেমেয়েদের স্কুলে ভর্তিসহ নানা প্রয়োজনে নিবন্ধন করতে পারছেন না অভিভাবকরা।
জানা যায়, মূল সার্ভারে সমস্যা থাকায় সেবা দিতে পারছেন না তারা। এদিকে কবে নাগাদ সার্ভার ঠিক হবে, এর কোনো উত্তর দিতে পারছে না এর দায়িত্বে থাকা দফতরগুলো। জন্ম নিবন্ধন না পাওয়ায় ছেলেমেয়েদের পাড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কয়েক হাজার অভিভাবক।
সংশ্লিষ্টরা জানায়, ১৫ দিন ধরেই প্রকট সার্ভার জটিলতা। পুরোপুরি বন্ধও ছিল কিছু দিন। পরিস্থিতি সামাল দিতে ২৪ ঘণ্টাই খোলা রাখা হয়েছে নিবন্ধন শাখা।
করোনার কারণে বেশ কয়েক মাস জন্ম নিবন্ধনের আবেদন করতে পারেননি অভিভাবকরা। আর সে চাপ যখন বেড়েছে, তখনই দেখা দিয়েছে এই জটিলতা। এ অবস্থায় জনপ্রতিনিধিদের আহ্বান, স্কুলগুলো যেন নাগরিক সনদেই আপাতত ভর্তি নেয়।
জন্ম নিবন্ধনের সার্ভার নিয়ন্ত্রণ অফিস থেকে জানায়, সার্ভার স্থানান্তরের জন্য এ জটিলতা দেখা দিয়েছে। তবে এর সুরাহা কবে হবে বলতে পারছে না তারা।
বাংলাধারা/এফএস/এইচএফ