চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে ইনার হুইল ক্লাব অফ ব্লেজিং স্টারসের টিকা প্রদান কর্মসূচি।
২৭ ফেব্রুয়ারি জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে ইনার হুইল ক্লাব অফ ব্লেজিং স্টারসের উদ্যোগে ১৮-২০ বছর বয়সী তিনজন তরুণীকে টিকা প্রদান করা হয়।
ইনারন্যাশনাল ইনার হুইল-এর এ বছরের অন্যতম ক্যাম্পেইন হিসেবে ক্যান্সার প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি পরিচালিত হয়।
ডিস্ট্রিক্ট ৩৪৫-এর চেয়ারম্যান মিসেস ফারাহনাজ কাইয়ুমের আহ্বানে, অন্যান্য ক্লাবের মতো ব্লেজিং স্টারসও এই উদ্যোগ গ্রহণ করে। ক্লাব প্রেসিডেন্ট তাহিরা জান্নাত চৌধুরী, প্রাক্তন প্রেসিডেন্ট আশিয়ানা ফরহাদ এবং ক্লাব আইএসও ডা. সুলতানা রুমা আলমের তত্ত্বাবধানে এই টিকা প্রদান সম্পন্ন হয়।
উল্লেখ্য, ইনার হুইল ক্লাব বিশ্বব্যাপী নারীদের স্বাস্থ্য সচেতনতা ও সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে এই উদ্যোগ নারীদের সুস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।