বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম ২৫ নং রামপুর ওয়ার্ডে নিজস্ব অর্থায়নে নালা-নর্দমার আবর্জনা ও বালু অপসারণ কর্মসূচি শুরু করেছেন কাউন্সিলর আবদুস সবুর লিটন।
মঙ্গলবার (১৬ মার্চ) সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এসময় কাউন্সিলর আবদুস সবুর লিটন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমি আমার কাজ করে যাচ্ছি। আসন্ন বর্ষা মৌসুমের আগেই এলাকার বিভিন্ন নালা-নর্দমার যাবতীয় আবর্জনা ও বালু অপসারণ করা হবে। পানি প্রবাহের পথ বন্ধ হয়ে যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয় সে অনুযায়ী কাজ করা হচ্ছে। অতীতে নিয়মিত নালা-নর্দমা পরিষ্কার না করায় বৃষ্টির পানি জমে মানুষের দুর্ভোগের সৃষ্টি হলেও এইবার আর হবে না।

তিনি আরও বলেন, কিছুদিন আগে মশক নিধন কর্মসূচি চালু হয়েছে যার ফলে এলাকার মানুষ অনেকটা স্বস্তিতে রয়েছে। অন্যান্য এলাকায় মানুষ মশার যন্ত্রণায় অতিষ্ঠ হলে আমার এলাকায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

তিনি বলেন, এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে আমার এসব কর্মসূচি চলছে নিজস্ব অর্থায়নে। ভবিষ্যতেও এই ধরণের জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে।

এ সময় তিনি বসুন্ধরা আবাসিক এলাকা, ধোপা দীঘির পাড়, ধোপা বাড়ি, সাত বাড়ি , ফোরম্যান বাড়ি সংলগ্ন বিভিন্ন নালা-নর্দমার আবর্জনা ও বালু উত্তোলনের কাজক্রম তদারকি করেন।
বাংলাধারা/এফএস/এআর