বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর জহুর হকার্স মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি স্টেশনের ৯টি গাড়ি।
শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার খবরে হকার্স মার্কেট ছাড়াও রিয়াজউদ্দিন বাজার, তামাকুমণ্ডি লেনসহ আশপাশের এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের ৯টি গাড়ি অগ্নিনির্বাপণের কাজ করছে।