বাংলাধারা প্রতিবেদন »
বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগে সিলেট ডিভিশনে খেলা রাহাতুল ফেরদৌস বল হাতে দাপট দেখাচ্ছেন। এক ইনিংসে একাই ঢাকা বিভাগের সাত উইকেট তুলে নিয়েছেন তিনি।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়াই চলছে ঢাকা ও সিলেট বিভাগের। প্রথম ইনিংসে ব্যাট করে ৩৭০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে সিলেট। বিপরীতে ব্যাট করতে নেমে শুভাগত হোমের সেঞ্চুরিতে দারুণ কিছুর আভাস দিলেও শেষ পর্যন্ত পিছিয়ে থেকেই শেষ করতে হয়েছে ঢাকার।
রাহাতুলের বোলিংয়ের সামনে ২৮০ রানেই গুটিয়ে গেছে ঢাকা। দলের পক্ষে ১৩৩ বলে সর্বাধিক ১১৪ রান করেছেন রাহাতুল। বাকিদের মধ্যে ৪২ রান করেন সাইফ হাসান। ৪১ রান আসে জয়রাজ শেখের ব্যাট থেকে। এ ছাড়া বাকিদের থিতু হতে দেননি রাহাতুল। সতীর্থদের আসা-যাওয়ার দিনে থিতু হওয়া শুভগতকেও থামিয়েছেন রাহাতুলই। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৩টি চার ও ২টি ছক্কায়।
বল হাতে ২২.১ ওভার বোলিং করে ৭৫ রান দিয়ে সাত উইকেট নেন রাহাতুল। দুটি উইকেট নেন তানজিম হাসান সাকিব। বাকী একটি নেন রুহেল মিয়া।
বাংলাধারা/এফএস/এআর