বাংলাধারা ডেস্ক »
কদম মোবারক মুসলিম এতিমখানার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
রোববার (১৫ আগস্ট) সকাল ৯টায় কদম মোবারক শাহী জামে মসজিদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের সম্পকের্ আলোচনা করা হয়।
এছাড়াও ‘জাতীয় শোক দিবস ২০২১’ উপলক্ষে কদম মোবারক মুসলিম এতিমখানার পক্ষ থেকে মাসব্যাপী কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং সংক্ষিপ্ত পরিসরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদদের সম্পর্কে আলাপ-আলোচনা করা হয়। যাতে আগামী প্রজম্মরা বাংলাদেশ গঠন হতে শুরু করে অদ্যাবধি পর্যন্ত তাঁদের ভূমিকা সম্পর্কে সচেতন হতে পারে।
বাংলাধারা/এফএস/এআই