ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

জাতীয় শোক দিবসে দুস্থ ও কর্মহীনদের ত্রাণ দিয়েছে কক্সবাজার গণপূর্ত বিভাগ

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেছে কক্সবাজার গণপূর্ত বিভাগ। গণপূর্ত বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তাদের একদিনের বেতনের টাকা দিয়ে কক্সবাজারের কর্মহীন ও দুস্থ শতাধিক লোককে প্রয়োজনীয় ভোগ্যপণ্য দেয়া হয়।

রোববার (১৫ আগস্ট) বিকেলে কক্সবাজার গণপূর্ত অফিস মাঠে নির্বাহী প্রকৌশলী ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে প্রধানমন্ত্রীর নামে এ বিতরণ অনুষ্ঠান চলে।

কক্সবাজার গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী সুশান্ত কুমার দে জানান, পূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের উদ্যোগে ও তত্বাবধানে গণপূর্ত অধিদফতর সারাদেশের কর্মকর্তাদের কাছ থেকে একদিনের সমপরিমাণ অর্থ তুলেন। স্বেচ্ছায় দেয়া এ অর্থ স্ব স্ব কর্মস্থলের প্রধানের কাছে জমা করার পর ত্রাণ কেনা হয়। অনলাইনে ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে সারাদেশে একযোগে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ণ গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। এসময় আরো যুক্ত ছিলেন পূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার।

উপ-বিভাগীয় প্রকৌশলী সুশান্ত কুমার আরো জানান, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কক্সবাজার অরুণোদয় স্কুল প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গণপূর্ত বিভাগ। বাদ জোহর গণপূর্ত ক্যাম্পাসে মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং বিকেলে ত্রাণ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। আমাদের দেয়া ত্রাণগুলো প্রধানমন্ত্রীর উপহার হিসেবেই উপকারভোগীদের হাতে তুলে দেয়া হয়।

এসময় গণপূর্ত বিভাগের নানা বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীডহ নানাস্তরের কর্মকর্তা-কর্মজীবী এবং অতিথিরা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ