বাংলাধারা ডেস্ক »
চলতি বছরের জানুয়ারিতে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৩২২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সেভ দ্য রোড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনের তথ্যমতে, গত মাসে সারাদেশে ৩ হাজার ৫৪৩টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ হাজার ৮০৪ জন। নিহত হয়েছেন ৩২২ জন। এছাড়া ৬১টি নৌপথ দুর্ঘটনায় নিহত ১৬ জন, ২৬টি রেল দুর্ঘটনায় নিহত ১১ জন।
নিহতদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ৮০ জন, ট্রাক দুর্ঘটনায় ৬৭ জন, বাস দুর্ঘটনায় ১০১ জন এবং সিএনজি চালিত অটোরিকশা-নসিমন-করিমনসহ অবৈধ বিভিন্ন ধরনের যানবাহন দুর্ঘটনায় ৭৪ জন নিহত হয়েছেন।
এসময় সড়ক দুর্ঘটনা কমাতে বেশ কিছু দাবি জানিয়েছে সেভ দ্য রোড। সেগুলোর মধ্যে রয়েছে, ফুটপাত দখলমুক্ত করে যাত্রীদের চলাচলের সুবিধা দেওয়া। ফিটনেসবিহীন যানবাহন নিষিদ্ধ এবং হেলপার দিয়ে পরিবহন চালানো বন্ধ করা। দুর্ঘটনার তদন্ত ও সাজা নিশ্চিত করার মধ্য দিয়ে সতর্কতা তৈরি করা।