বাংলাধারা প্রতিবেদন »
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামল জাপান যাচ্ছেন। মঙ্গলবার (২৮ মে) সকালে রাজধানী ঢাকা থেকে বাংলাদেশ বিমানযোগে জাপান যাত্রা করবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান অবস্থানকালে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামল।
চার দিনের জাপান সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব যাবেন। সেখানেও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী থাকবেন সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামল। চার দিনের এ সফরে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীরা পবিত্র ওমরাহ পালন করবেন। জাপান ও সৌদি আরব সফর শেষে আগামী ৩ জুন তাদের দেশে ফেরার কথা রয়েছে।
সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামল এর আগে দু’বার সিইউজের নির্বাচিত সাধারণ সম্পাদক। চট্টগ্রামের চলচিত্র ও নাট্য আন্দোলন্দেও তিনি দীর্ঘ সময় ধরে সক্রিয় রয়েছেন। তিনি ১৯৯০ সালের অন্যতম ছাত্রনেতা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সম্পাদকমন্ডলীর সদস্য। কবি হিসেবেও দারুণ খ্যাতি রয়েছে সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামলের। এ পর্যন্ত তাঁর লেখা ১৭টি কবিতা ও প্রবন্ধের বই প্রকাশ হয়েছে।
এর আগে ভারত, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর সফর করেন সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামল।
বাংলাধারা/এফএস/এমআর