ksrm-ads

১ মে ২০২৫

ksrm-ads

জামায়াত ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে চায়: চট্টগ্রাম মহানগর সেক্রেটারি

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি অন্যায়, অবিচার ও জুলুমবিহীন ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের প্রত্যাশা করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নরুল আমিন।

শনিবার (১৫ মার্চ) ফটিকছড়ির জামিউল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মাঠে পৌর জামায়াত কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অধ্যক্ষ মোহাম্মদ নরুল আমিন বলেন “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের লেখাপড়া ও চাকরি বন্ধ হবে না, বরং চাকরির সুযোগ আরও প্রসারিত হবে।”

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তিনি বলেন, “বাংলাদেশ একটি ছোট দেশ হলেও এর শক্তি রয়েছে। কোনো রাষ্ট্র যদি বাংলাদেশকে চোখ রাঙাতে চায়, তবে সশস্ত্র বাহিনীর সঙ্গে ২০ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের সভাপতি জিয়াউল হক রুবেল এবং সঞ্চালনা করেন মাওলানা তারেকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সূরা ও কর্ম পরিষদের সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফটিকছড়ি থানা জামায়াতের আমির মোহাম্মদ নাজিম উদ্দিন ইমু, সেক্রেটারি মাওলানা ইউসূফ বিন সিরাজ, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের অফিস সম্পাদক এজেহারুল ইসলাম, ফটিকছড়ি থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী মোহাম্মদ বেলাল, বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস এবং ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোহাম্মদ মাসুদ।অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

আরও পড়ুন