আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা উপজেলা সদরে জমির মালিক সেজে সরকারের অধিগ্রহণের দুই কোটি টাকা হাতিয়ে নেওয়ার আগে ধরা পড়লো এক প্রতারক। জাল জালিয়াতের বিষয়ে পুরোপুরি নিশ্চিত হয়ে কৌশলে তাকে ডেকে এনে পুলিশে দেন ইউএনও শেখ জোবায়ের আহমেদ।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত দামরা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
আটক ব্যক্তি দীপন বিশ্বাস (৫০) রাউজান উপজেলার মৃত দুর্গাচরণ বিশ্বাসের পুত্র। তার সহযোগী হিসেবে আরও কয়েকজন আছেন বলে ধারণা করছেন প্রশাসনের কর্মকর্তারা। পুলিশ তদন্ত করলে সবকিছু বেরিয়ে আসবে বলে জানিয়েছেন তারা।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, আনোয়ারা উপজেলা সদরের ফায়ার সার্ভিস সংলগ্ন জায়গায় আনসার ভিডিপি কার্যালয়ের জন্য ২৯ শতক জায়গা অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করে জেলা প্রশাসন। সেখানে জায়গা ও দখলকৃত একটি পুরনো ভবনের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণের প্রস্তুতিও নেয় প্রশাসন। তবে টাকা বুঝিয়ে দেওয়ার আগে আনোয়ারার ইউএনও শেখ জোবায়ের আহমেদের নজরে আসে ওই জায়গার দলিল ও আদালতের রায় ভুয়া। আর এতে করে দীপন বিশ্বাস ওই জায়গার মালিক সেজে ক্ষতিপূরণের টাকা বুঝে পাওয়ার আগেই তাকে পাকড়াও করেন আনোয়ারার ইউএনও শেখ জোবায়ের আহমেদ।
আনোয়ারার ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, প্রতারণার বিষয়টি নজরে আসার পর গত দুই সপ্তাহ ধরে অনুসন্ধান চালিয়ে কৌশলে দীপনকে এনে আটক করে পুলিশে দেই। ওই প্রতারকচক্র ভুয়া দলিল ও আদালতের ভুয়া রায় দেখিয়ে সরকারের দুই কোটি টাকা ক্ষতিপূরণ হাতিয়ে নেয়ার অপেক্ষায় ছিলেন।