ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ : ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

বাংলাধারা প্রতিবেদন »

নগরের পাহাড়তলী থানা এলাকায় জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছোট সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মো.কাউছার (৪৭) খুন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১১ টার সাগরিকা রোডে কাজী মসজিদের পেছনে দিকে আবদুল মোনাফের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মো.কাউছার একই এলাকার মৃত মো. জমির আহমেদের ছেলে।

নিহত কাউছারের ভাই মাঈনদ্দীন, সৎ ভাই সাজ্জাদ ও সৈকত জায়গায়-সম্পত্তির বিরোধের জের ধরে আমার ভাই কাউছারকে গলায় ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মো.কাউছারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন পাহাড়তলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ধীমান।

তিনি জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ছুরিকাঘাতে আহত অবস্থায় কাউছার নামে এক লোককে হাসপাতালে আনা হয়। এ অবস্থায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন