ksrm-ads

২০ এপ্রিল ২০২৫

ksrm-ads

জায়েদের বিষয়ে যা বলেছি সব সত্যি: ওমর সানী

বিনোদন ডেস্ক »

বর্তমান সময়ে ঢালিউডের আলোচিত বিষয় হলো ওমর সানী, মৌসুমী ও জায়েদ খান। ওমর সানী দাবি করেছেন, জায়েদ খান মৌসুমীকে অসম্মান করায় জায়েদ খানকে থাপ্পড় দিয়েছেন, এরপর পিস্তল বের করে খুনের হুমকি দিয়েছেন জায়েদ। পরে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন ওমর সানী।

সোমবার (১৩ জুন) এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মৌসুমী এক অডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, জায়েদ তাকে কোনো অসম্মান করেনি। জায়েদ ভালো ছেলে। এ খবরে যখন উত্তাল নেটপাড়া। ঠিক তখন চিত্রনায়ক ওমর সানী তার ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে লাইভে আসেন। লাইভে এসে যা বলেছেন সময়ের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো:

‘একত্রিশ/বত্রিশ বছরের ফিল্ম ক্যারিয়ারের কেউ আঙুল তুলতে পারবে না আমার দিকে। বিয়ের বয়স ২৭ বছর। আমার দুই ফুটফুটে সন্তান আছে। জায়েদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি শিল্পী সমিতিতে। আমি এখনো আমার অভিযোগে অটল আছি।

আমার চাওয়া পাওয়ার কিছু নেই বাংলা চলচ্চিত্র থেকে। আমি এখান থেকে অনেক পেয়েছি। শারীরিকভাবে সুস্থ নই, তাই সম্প্রতি ঘটনার জন্য আমি ক্যামেরার সামনে যাওয়ার জন্য প্রস্তুত নই। তাই আমি ফেসবুক লাইভে এসেছি। তার বিষয়ে অর্থাৎ জায়েদের বিষয়ে যা বলেছি সব সত্যি। আমার আর আমার ছেলের কাছে তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে।

কীভাবে মৌসুমী এমন বলেছে, তা আমার জানা নেই। এ বিষয়ে আমি মৌসুমীকে কোনো অসম্মান করে কিছু বলব না। জায়েদের বিরুদ্ধে বাংলা চলচ্চিত্রে সবাই জানে উনি কেমন চরিত্রের।

আমার ফ্যামিলির ইজ্জত মানে আমার ইজ্জত, সেই সঙ্গে আমার ছেলে মেয়ে ও স্ত্রীর ইজ্জত মানেও আমার ইজ্জত। আমি চাই না ২৭ বছরে এসে আমার ফ্যামিলির মধ্যে ভুল বোঝাবুঝি হোক। বাইরের মানুষ যেভাবে আমার সংসার ভাঙার চেষ্টা করছে, আপনারা সবাই জানেন সে কে আমি আর না বলি। দর্শকদের কাছে আমার অনুরোধ মৌসুমীকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। আমাকে যা খুশি বলবেন আমি মেনে নেব। আশা করি আপনারা বুঝে গেছেন জায়েদ খান কেমন।

আমার গার্ডিয়ান আমার ছেলে-মেয়ে। বাকি কথা তাদের কাছ শুনে নেবেন। আমি একজন অসুস্থ মানুষ। আপনারা আমার জন্য দোয়া রাখবেন।’

আরও পড়ুন