বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারীর কাটিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে কাপড়ের রং দিয়ে জিলাপি, বেগুনি ও পেঁযাজু বানানোর সময় এক ব্যবসায়ীকে ধরেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১০ মে) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
রুহুল আমিন জনান, জিলাপি, পিয়াজু, চপ এসবে ক্ষতিকর রং মেশানোর ব্যাপার টা কয়েকদিন ধরেই হাতেনাতে ধরার চেষ্টা করছিলাম। আজ কাটিরহাট বাজারে ভেজাল বিরোধী অভিযান চালানোর সময় পেয়ে গেলাম। দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দোকানে পাওয়া কয়েক কৌটা রং জব্দ ও ধ্বংস করা হয়েছে।
তিনি আরো জানান, নিষিদ্ধ পলিথিন ও ভেজাল ঘি বিক্রির দায়ে অন্য এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি প্রায় ৬০ কেজি পলিথিন জব্দ ও ধ্বংস করা হয়। এ ছাড়াও অতিরিক্ত দামে কলা বিক্রির দায়ে এক কলা বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বংলাধারা/এফএস/এমআর