ksrm-ads

১৫ অক্টোবর ২০২৪

ksrm-ads

জুতার সোলে লুকিয়ে ইয়াবা পাচার, গ্রেফতার ২

বাংলাধারা প্রতিবেদন

জুতার সোলের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার এক সহযোগিকেও গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মোট ৯৮৪ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

রোববার (১৮ আগস্ট) তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মহসিন।

গ্রেফতার দুইজন হলো- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে শামসুল আলম (৩৩) ও টেকনাফ উপজেলার কচ্চবনিয়া এলাকার মো. ভুট্টুর ছেলে মো. পারভেজ (২০)।

ওসি মোহাম্মদ মহসীন জানান, রোববার সন্ধ্যায় বিআরটিসি মোড়ে কদমতলী ফ্লাইওভারের উপর একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশী করার সময় যাত্রী শামসুল আলমের অসংলগ্ন কথাবার্তায় পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জুতার তলায় লুকিয়েে এয়াবা পাচারের কথা স্বীকার করে।

তিনি বলেন, শামসুল আলম পুলিশকে জানায় জুতাসহ ইয়াবাগুলো নিউমার্কেট এলাকায় পারভেজের কাছ থেকে সংগ্রহ করে হালিশহর ফকিরাগলি এলাকার মো. রাশেদের কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। পরে শামসুল আলমের মাধ্যমে যোগাযোগ করে পারভেজকেও গ্রেফতার করা হয়।

ওসি মোহাম্মদ মহসীন জানান, পারভেজ জানিয়েছে শামসুল আলমের ভাই খোরশেদ আলম এসব ইয়াবা টেকনাফ থেকে কিনে তাদের কাছে পাঠিয়েছেন বিক্রি করার জন্য। ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন