ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

জুলাই আন্দোলনের বীরদের পাশে থাকার বার্তা উপদেষ্টা ফাওজুল কবির খানের

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
বলেছেন “জুলাই আন্দোলনে হাজার শিক্ষার্থী কেন পঙ্গুত্ব বরণ করেছে, তাদের কাছে গিয়ে জানার চেষ্টা করার আহ্বান জানান। তাহলেই দেশপ্রেম সম্পর্কে তাদের থেকে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারবে।”

রবিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রফেসর আসিফুল হক খান মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এসব মন্তব্য করেন।

এইসময় তিনি আরও বলেন, মেধার প্রকৃত মূল্য তখনই, যখন তা শুধু তোমার নয়, দেশের জন্য আলো ছড়ায়।”

এছাড়াও অনুষ্ঠানে প্রফেসর আসিফুল হক খান মেমোরিয়াল ট্রাস্ট থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের ৩৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান, সাবেক কম্পট্রোলার ও অডিটর জেনারেল এবং প্রাক্তন অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ