ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

জেলা প্রশাসনের অভিযানে ৮০ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা

বাংলাধারা প্রতিবেদক  »

চট্টগ্রাম নগরে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ৮০টি মামলায় ২৮ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটেরা।  শুক্রবার ( ৯ জুলাই) জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

এ সময় সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে না চলায় বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট ও শপিংমলে অভিযান পরিচালনা করে অর্থদণ্ডের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করা হয়।  

এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটে গালিব চৌধুরী বলেন, আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৮০টি মামলা ও ২৮ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন