চট্টগ্রামের মিরসরাইয়ের জে.বি. উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংগীত পরিচালক টিটু বড়ুয়া, নৃত্যশিল্পী সাফিনাজ সাথি, মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি রাজীব মজুমদার, সিনিয়র শিক্ষক টুইংকেল বড়ুয়াসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, গান, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট ‘যেমন খুশি তেমন সাজ’সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।