ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

জোকার আসছে…

বিনোদন ডেস্ক »

২০১৯ সালে মুক্তি পাওয়া আলোচিত ছবি জোকার। টড ফিলিপসের পরিচালিত এই সাইকো-থ্রিলার ছবিটার সিক্যুয়েলের দাবী দর্শকদের। অবশেষে সেই দাবী মানলো সিনেমার পরিচালক টড ফিলিপস। ঘোষনা দিলেন জোকারের সিক্যুয়ালের।  

জোকারের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলানো সেই জোয়াকিন ফিনিক্স থাকবেন এই সিক্যুয়ালে।

২০১৯ সালে মুক্তি পাওয়া জোকার মুভির পোস্টার

সমাজের অসংগতি মানুষের মনে যে ছাপ ফেলে তা থেকে কিভাবে একজন জোকারের মত চরিত্র গড়ে ওঠে তার যে পোয়েটিক দৃশ্যায়ন জোকার সিনেমায় হয়েছিলো তা আজও দর্শককে ভাবায়।

জোকারের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস ‘জোকার’-এর সিকুয়েল এর কথা নিশ্চিত করলেও এর গল্প কী হবে, কবে নাগাদ সিনেমার শুটিং শুরু হবে কিংবা কারা অভিনয় করবেন তার কোনো আভাস পাওয়া যায়নি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ