ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

সংস্কারের জন্য বন্ধ কালুরঘাট সেতু

জোয়ারের পানিতে তলিয়ে গেছে ফেরিঘাটের এপ্রোচ সড়ক, বেইলি ব্রিজ

বাড়ছে জোয়ার থমকে গেছে ফেরি পারাপার

সংস্কারের জন্য কালুরঘাট সেতু বন্ধ ঘোষণার পর কর্ণফুলী নদী পারাপারে ফেরি সার্ভিস চালু হলেও অব্যবস্থাপনার কারণে ভোগান্তিতে পড়েছেন পারাপারকারীরা। নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় কোমর পানি মাড়িয়ে ফেরিতে উঠানামায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

বুধবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল চালু হলেও জোয়ারের পানিতে ফেরির এপ্রোচ সড়ক ও বেইলি ব্রিজ ডুবে যাওয়ায় যানবাহন ফেরিতে উঠানামা করতে পারছিল না। ফলে থমকে যায় ফেরি পারাপার। নদীর দুই পাড়ে আটকে পড়ে শতশত যানবাহন। এসময় ফেরির অপেক্ষায় না থেকে যাত্রী সাধারণ নৌকায় নদী পারাপার করছে। কখন জোয়ারের পানি কমবে সে অপেক্ষায় গাড়ি নিয়ে ফেরিঘাটে বসে আছেন চালকরা।

পশ্চিম গোমদন্ডীর বাসিন্দা মো. জাবেদ বলেন, গতকাল পায়ে হেঁটে সেতু পার হয়েছিলাম। এখন তাও বন্ধ করে দিয়েছে। ফেরিতে পার হতে এসে দেখি ফেরি পারাপার বন্ধ জোয়ারের পানির কারণে। তাই নৌকায় পার হব।

বাচ্চা কোলে নিয়ে নদী পার হতে আসা নার্গিস আকতার নামের এক যাত্রী বলেন, ‘ফেরির অপেক্ষায় থাকলে আর যেতে হবে না। ১২টা বেজে যাবে। তাই নৌকায় চড়ে বসেছি।’

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, আজ (বুধবার) থেকে দুইটি ফেরি চলাচল করছে। জোয়ারের কারণে নদীর পানি বৃদ্ধি হওয়ায় ফেরি পারাপারে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে।

এদিকে জরাজীর্ণ কালুরঘাট সেতুর সংস্কার কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সেতুর দুইপাশে নিরাপত্তা ব্যারিকেড দেওয়া হয়েছে। সংস্কারের প্রয়োজনীয় সরঞ্জাম সেতু এলাকায় রাখছেন ঠিকাদারি প্রতিষ্ঠান।

আরও পড়ুন