মিরসরাই উপজেলার জোরারগঞ্জে ভিআইপি স্পোর্টিং ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত এই ইফতার মাহফিল অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজী, সাবেক সাধারণ সম্পাদক প্রসার কান্তি বড়ুয়া, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিধান কর, ভিআইপি গ্রুপের নীতিনির্ধারক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানারাথ আহাম্মদ চৌধুরী, ভিআইপি গ্রুপের নীতিনির্ধারক ও জোরারগঞ্জ বাজার কমিটির যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব ফারুক মালুম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাঈন উদ্দিন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আরজু মেম্বার মিরসরাই সমিতি ওমানের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক সোহেল, মিঠুন শর্মা, উত্তরজেলা ছাত্রলীগের সদস্য রবিউল হোসেন রায়হান, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সদস্য ইব্রাহীম রুমি, ১৩ নং মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরের সাফা নয়ন, ৬নং ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন বাদশা, ৫নং ওসমানপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাঈনুল ইসলাম মামুন,জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেফায়েত হোসেন সহ ভিআইপি গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ।
ভিআইপি স্পোর্টিং ক্লাবের এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের প্রায় ৩০০ নেতাকর্মী।
সংগঠনটির নীতিনির্ধারক মানারাথ আহাম্মদ চৌধুরী বাবু বলেন, মিরসরাই উপজেলা এবং চট্টগ্রাম উত্তরজেলায় জোরারগঞ্জসহ এর পাশ্ববর্তী বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের রাজনীতিতে পদচারণায় ভূমিকা রাখছে সংগঠনটি। এছাড়া প্রতিবছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে তারা।