বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (১৮ জুলাই) রাতে মানারাতকে আহব্বায়ক ও শাকিলকে সদস্য সচিব করে কমিটির অনুমোদন দেন সংগঠনটির উপদেষ্টা মাকছুদ আহাম্মেদ চৌধুরী ও বাবু সুভাষ সরকার।
এছাড়াও আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন নাহিম, যুগ্ম আহ্বায়ক আরমানুল হক চৌধুরী হৃদয়, যুগ্ম আহ্বায়ক এস.এম নেওয়াজ চৌধুরী, বাকি সদস্যরা হলেন মেহেদী হাসান, শেখ মোহাম্মদ আরমান, শাহরিয়ার হোসেন বাপ্পি, দূর্জয় চক্রবর্তী, তৈমুর সাহা, নাজমুল হোসাইন চৌধুরী মুন্না, শেখ নাঈম উদ্দিন, শাহ্ আব্দুল্লাহ আল রাহাত, কামরুল হাসান রিদয়, তনয় তাসিন, তানভীর সেলিম হিমেল, শাহীন ভূঁইয়া, তাহরিমা তাহা, মাহমুদুল হাসান, হক ইবনে রুবায়েত মাহামুদ, রিহান উদ্দিন।
সংগঠনের উপদেষ্টা মাকছুদ আহাম্মদ চৌধুরী বলেন, জে বি উচ্চ বিদ্যালয় মিরসরাইয়ের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এখানকার ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত প্রাক্তন ছাত্র পরিষদ অত্যন্ত ভ্রাতৃত্বপূর্ণ সংগঠন।আগামী ১ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক মানারাথ আহাম্মদ চৌধুরী বাবু বলেন, সংগঠনকে গতিশীল করার আমরা সবার সাথে সমন্বয়ে করে আমরা কাজ করে যাবো।আমাদের প্রধান কাজ হলো ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা। এসময় তিনি দায়িত্ব প্রাপ্ত সকলকে অভিনন্দন জানান।