নিজস্ব প্রতিবেদক »
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অসহনীয় বিদু্যতের লোডশেডিংয়ে প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন ও মৌন মিছিল করে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন।
রবিবার (৭ আগস্ট) সন্ধায় এ মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ।
মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার আগেই জনগণকে হারিকেন ধরিয়ে দিয়েছে। তবে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে এসব হারিকেন এখন আর জ্বালানো সম্ভব নয়। তাই জনগণের এখন মোমবাতি জ্বালানো ছাড়া আর কোন গতি নেই।
রাতারাতি জ্বালানি তেলের বৃদ্ধির কারণে এটার ভয়ঙ্কর প্রভাব পড়বে সারা দেশের অর্থনীতির উপরে। আজ থেকে সাধারণ জনগণের উপর প্রভাব পড়তে শুরু করেছে। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে রাস্তায় যানবাহন কমে গেছে, পরিবহন ভাড়া বৃদ্ধি পেয়েছে। সাধারণ জনগণের ভোগান্তির সীমা নেই বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে হু হু করে চাল, ডাল তেলের দাম আবার দ্বিগুণ থেকে তিনগুণ বৃদ্ধি পাচ্ছে। এই সরকার গরিব মারার সরকার। গতকাল বৃদ্ধি করেছে জ্বালানি তেলের মূল্য। আজ আবার বাড়িয়েছে ভোজ্যতেল মূল্য। মাঝখান থেকে আমাদের সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় তারাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেকান্দার সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন সমাবেশে নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, নগর বিএনপি নেতা খোরশেদ আলম, ইসমাইল বাবুল, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ডিউক, নগর যুবদল নেতা নাসির উদ্দিন চৌধুরী নাসিম, আসাদুর রহমান টিপু, কামাল উদ্দিন, জিয়াউল হক মিন্টু, স্বেচ্ছাসেবক নেতা মোহাম্মদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এসআরটি