বাংলাধারা প্রতিবেদন »
বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে ডাক্তারদের মাঝে এক হাজার পার্সোনাল প্রোটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে। তাদের এই ব্যতিক্রমী কর্মসূচির প্রশংসা করছেন অনেকেই। দেশের এই ক্রান্তিলগ্নে ডাক্তাররা যখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, তখন বিদ্যানন্দের পক্ষ থেকে ডাক্তারদের জন্য এই উপহারটুকু নজর কেড়েছে সবার।
এর বাইরে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নগরের গণপরিবহন, ট্রেনসহ বিভিন্ন এলাকায় কীটনাশক স্প্রে করা, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণও করছেন তারা।
বিদ্যানন্দের এসব কাজ করছেন তাদের বাছাই করা স্বেচ্ছাসেবকরা। এর বাইরে চট্টগ্রামে কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য খাবার ও স্বাস্থ্য সামগ্রী পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।
চট্টগ্রামে বিদ্যানন্দের দায়িত্বশীলদের একজন জামাল উদ্দিন বলেন, আমরা আমাদের সাধ্যমত মানুষের জন্য কিছু করার চেষ্টা করে যাচ্ছি। আমরা চট্টগ্রামে কাজ করা সংগঠনগুলোর কাছেও বিনামূল্যে বিতরণের জন্য খাবার ও স্বাস্থ্য সামগ্রী সরবরাহ করবো। এজন্য আগ্রহী সংগঠনগুলোকে আবেদন করতে বলা হয়েছে। আবেদনকারীদের ক্যাপাসিটি বিবেচনা করে আমরা সংগঠনগুলোর সিলেক্ট করবো।
বাংলাধারা/এফএস/টিএম