১৫ জুলাই ২০২৫

ঝড়ো হাওয়ায় রশি ছিড়ে মাঝ নদীতে কন্টেইনার জাহাজ

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামে হঠাৎ করে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি দেখা দেয়। এ সময় বন্দরের ১৩ নম্বর জেটিতে থাকা ‘মিয়ারস্ক শিহানোকভাইল’ জাহাজটির রশি ছিড়ে কর্ণফুলী নদীর মাঝখানে চলে যায়। খবর পেয়ে বন্দরের শক্তিশালী টাগবোট ‘কাণ্ডারী ৭’ জাহাজটিকে আবার নিরাপদে জেটিতে নিয়ে আসে।

বুধবার (৬ মে) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সিঙ্গাপুরের পতাকাবাহী পোর্ট কেলাং থেকে আসা ১৮৫ দশমিক ৯৯ মিটার লম্বা জাহাজটি মঙ্গলবার (৫ মে) বার্থিং নিয়েছিলো জেটিতে।

বন্দরের এক কর্মকর্তা জানান, কালবৈশাখী ঝড়ে জাহাজটির রশি খুলে নদীতে চলে গিয়েছিলো। বন্দরের নৌ প্রকৌশল বিভাগের হস্তক্ষেপে দ্রুত সমস্যার সমাধান হয়ে গেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ৪২ নটিক্যাল মাইল।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন