ksrm-ads

১৩ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

টসে জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

বাংলাধারা প্রতিবেদন »

আজ বিশ্বকাপের ৩৮ তম ম্যাচে বার্মিংহামে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দল ইংল্যান্ড। ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে একটা পা দিয়ে রেখেছে ভারত। আজ জিতলে শেষ চারের টিকিট হাতে পেয়ে যাবেন বিরাট কোহলিরা। স্বাগতিকরা হারলে শেষ চারের দুয়ার উন্মুক্ত হয়ে যাবে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার জন্য।

ম্যাচটিতে চোখ তাই উপমহাদেশের সব দলের। সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আপাতত চার নম্বরে। আজ হারলে সেমিফাইনালের পথটা পিচ্ছিল হয়ে পড়বে যথেষ্ট। ফেভারিট হয়ে শুরু করার পর নেতানো ক্রিকেট নিজেদের কাজ কঠিন করে ফেলায় জিওফ্রি বয়কট, মাইকেল ভন, মাইক আথারটন, কেভিন পিটারসেনরা একহাত নিয়েছেন ইংলিশদের। এটাই মানতে না পেরে জনি বেয়ারস্টোর ক্ষোভ, ‘লোকে চায় আমরা যেন হারি, তাহলেই ওরা আমাদের টুঁটি চেপে ধরতে পারবে। এটাই ইংরেজদের স্বভাব।’

গত দুই ম্যাচে ৮ উইকেট নেওয়া মোহাম্মদ সামি প্রত্যয়ী নিজেকে আরো একবার মেলে ধরতে, ‘ইংল্যান্ডের শক্তি মূল্যায়ন করে আমার কোনো সুবিধা হবে না। নিজের পরিকল্পনা মাঠে প্রয়োগ করতে পারলে বিপক্ষের সামনে পাল্টা চ্যালেঞ্জ তৈরি হয়। ইংল্যান্ডের বিপক্ষে সেটাই করতে চাই। ওদের দলের কোন ব্যাটসম্যান কেমন, এসব নিয়ে ভাবছি না।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ