জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। এবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামছে শান্তরা। সেই লক্ষ্যে দলে এনেছে ৩ পরিবর্তন।
শুক্রবার (১০ মে) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ টি-টোয়েন্টিতে টসে হেরেছে বাংলাদেশ। টসে জয়ের সুবাদে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। তাই প্রথমে ব্যাটিং করতে মাঠে নামছে টাইগাররা।
এই ম্যাচে দলে ফিরেছেন— সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান। অন্যদকে, বাদ পড়েছেন পারভেজ হোসেন ও আফিফ হোসেন এবং পেসার শরীফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ
তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), জোনাথন ক্যাম্পবেল, ক্লাইভ মাদান্দে, রায়ান বার্ল, লুক জঙ্গুই, ওয়েলিংটন মাসাকাদজা, ফারাজ আকরাম, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাবা।