চট্টগ্রামের লোহাগাড়ায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি পানির ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টানা বর্ষণে ডলু, টংকাবতী, হাঙ্গর, হাতিয়া, কুলপাগলি, বোয়ালিয়া খালসহ বিভিন্ন ছড়ার পানি বিপদ সীমান উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বেড়িবাঁধের ভাঙন দেখা দিয়েছে। লোকালয়ে ঢুকে গেছে পানি। কয়েকশ ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও রাস্তাঘাটও তলিয়ে গেছে। টানা বৃষ্টিতে বাড়ছে পানির পরিমাণ। এতে করে বন্যারও আশঙ্কা করা যাচ্ছে।
আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন খাল পাড়ের মানুষ। ঘরবন্দি হয়ে বিপাকে পড়েছে নিম্নায়ের মানুষ। এছাড়াও ডুবে গেছে মাছের খামার।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন বাংলাধারাকে জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে ডলুখাল ও হাতিয়ার খালের পানি বেড়েছে। লোকালয়ে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
তিনি জানান, ডলু নদীর খালের পানি গড়িয়ে লোকালয়ে প্রবেশ করছে। মেহের আলী সিকদার পাড়া, মৌলভী পাড়ার মানুষ পানি বন্ধ হয়ে পড়েছে। রুস্তমের পাড়া সড়ক পানির স্রোতে ভেঙে গেছে।
এদিকে, পুটিবিলা ইউনিয়নের মৎসজীবি আ.স.ম দিদারুল আলম জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে আমার নিজের একটি মাছের খামার ও একই এলাকার ফারুক মিয়ার ৩টি ও জানে আলমের ১টি মাছের খামার ডুবে গেছে। পানিতে তলিয়ে গেছে কৃষকের ক্ষেতখামার।