বাংলাধারা প্রতিবেদক »
আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষ্যে টানা ৯ দিন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার । বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, আসন্ন ঈদে ৪ থেকে ৮ জুন পর্যন্ত সরকারি ছুটি থাকবে । এর আগে ২ জুন শবে কদরের কারনে ছুটি। তার আগের ৩১ মে ও ১ জুন যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সরকারি বন্ধ থাকবে। স্বাভাবিকভাবে সরকারি বন্ধের সঙ্গে ওইসব দিনগুলো পুঁজিবাজারও বন্ধ থাকে। এর মধ্যে শুধুমাত্র ৩ জুন সরকারি ছুটি নেই। তবে ডিএসইর পর্ষদ ৩ জুন পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
অর্থাৎ টানা ৯ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার। এদিকে, ঈদ-উল ফিতরের পর পুরাতন নিয়মে পুঁজিবাজারের লেনদেন চলবে। অর্থাৎ সকাল সাড়ে ১০ টায় লেনদেন শুরু হয়ে বিরতিহীন ভাবে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে।
বাংলাধারা/এফএস/এমআর/বি