ksrm-ads

১৮ জানুয়ারি ২০২৫

ksrm-ads

টিভি জার্নালিস্টস এসোসিয়েশন চিটাগাং দ্বি-বার্ষিক নির্বাচন আজ

www.bangladhara.com1

বাংলাধারা প্রতিবেদন »

টিভি জার্নালিস্টস এসোসিয়েশন চিটাগাং দ্বি-বার্ষিক নির্বাচন আজ অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণে আজ শনিবার (৪ মে) অনুষ্টেয় ভোট গ্রহনের সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সময় হবে বিকেল ৫টা থেকে টানা রাত ৯টা পর্যন্ত। এর আগে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহনের কথা ছিল। ভোট গ্রহন করা হবে চট্টগ্রাম প্রেস ক্লাবে।

সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচন কমিশনার মহসীন চৌধুরী জানান, টিভি জার্নালিস্টস এসোসিয়েশন চিটাগাং এর এবারে দ্বিবার্ষিক নির্বাচনে চুড়ান্ত প্রার্থী তালিকা রয়েছে সভাপতি পদে আজাদ তালুকদার, মাঈন উদ্দিন দুলাল, নাসির উদ্দীন তোতা।সহ-সভাপতি পদে চৌধুরী ফরিদ, শাহরিয়ার হাসান। সাধারণ সম্পাদক পদে আরিচ আহমদ শাহ, তাজুল ইসলাম, লতিফা আনসারী রুনা। যুগ্ম সম্পাদক পদে প্রমল কান্তি দে কমল, মাসুদুল হক।

অর্থ সম্পাদক পদে আরিফুর রহমান সবুজ (একক প্রার্থী)। প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক অনুপম শীল (একক প্রার্থী)। নির্বাহি সদস্য ৩ টি পদে মোহাম্মদ আলী আকবর, মুহাম্মদ তৌহিদুল অালম এবং শফিক আহমেদ সাজিব।

বাংলাধারা/এফএস/এমআর/বি

আরও পড়ুন