বাংলাধারা স্পোর্টস »
অবশেষে আরব আমিরাতেই বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। তবে এবারের টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু দেশটিতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বিকল্প ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা শোনা যাচ্ছিল আগে থেকেই। তার মধ্যে সবচেয়ে এগিয়ে ছিল সংযুক্ত আরব আমিরাত।
ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল হবে ১৪ নভেম্বর। তবে, আরব আমিরাতে হলেও আয়োজকের ভূমিকায় থাকবে ভারতই।
এ ছাড়া আরব আমিরাতেই হতে যাচ্ছে আইপিএলের বাকি অংশ। আইপিএল শেষ হওয়ার কয়েক দিনের মাথাতেই বিশ্বকাপ শুরু হবে বলে জানিয়েছে ক্রিকইনফো।
নতুন সূচি অনুযায়ী, আইপিএল গড়াবে ১৯ সেপ্টেম্বর থেকে। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। তার দুদিন পর পর্দা উঠবে বিশ্বকাপের। তবে, বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলো ওমানে হবে বলে জানিয়েছে ক্রিকইনফো। মূল পর্ব হবে আরব আমিরাতে। দুবাই, আবুধাবি ও শারজাহ তিন ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচগুলো।
তবে, আনুষ্ঠানিকভাবে সব জানা যাবে আগামী মাসের শুরুতেই। কারণ, এক জুলাই পর্যন্ত ভারতকে নিজেদের আয়োজন নিয়ে সিদ্ধান্ত জানাতে বলেছে আইসিসি। তাই আগামী কয়েকদিনের মধ্যেই আসতে যাচ্ছে সিদ্ধান্ত।
বাংলাধারা/এফএস/এআর