কক্সবাজার প্রতিনিধি »
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়াস্থ সমাধি জিয়ারত ও উনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শুক্রবার (২৯ জুলাই) বিকেলে নবনির্বাচিত সভাপতি তারেক আজিজ ও সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাশেলের নেতৃত্বে ঈদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূলের শতাধিক নেতা-কর্মী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে জিয়ারতে জাতির পিতা ও ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের মাগফেরাত কামনা করেন।
এসময় ঈদগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখার সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক আমানুল হক, ২নং ওয়ার্ড সভাপতি বজলুল রশিদ, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক সানা উল্লাহ, ৪নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, ৫নং ওয়ার্ড সভাপতি নুরুল আমিন সোনা মিয়া, ৬নং ওয়ার্ড সভাপতি ইফতেখাইরুল আলম, ৭নং ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন ৮নং ওয়ার্ড সভাপতি পিয়ুজ পাল, ৯নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা নুরুল আবছার, নুরুল আলম, গিয়াস উদ্দিন, রাশেদ চৌধুরী মনজুর, ফিরোজ আহমেদ, হাজী সাবের আহমদ, শফি আলম, হাজী মোহাম্মদ ইসলাম, ডা. মিন্টু নাথ, মঈন উদ্দিন চৌধুরী, কায়েম উদ্দিন, ছৈয়দ আলম, নজরুল ইসলাম, মোজাম্মেল হক, মকতুল হোসেন, আবুল কালাম, আব্দুর রহিম, পিঠার দাস, মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী, বাদশাহ মিয়া, মোক্তার আহমদ, আব্দুর শুক্কুর, মোহাম্মদ শাহাজান, আবুল হোসেন, নুরুল হুদা, রমজান আলী, মাহবুবর রহমান, নান্টু চৌধুরী, বাসু চৌধুরীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে ঈদগাঁও বাস স্টেশন হতে দুটি বাসে গোপালগঞ্জের পথে রওয়ানা হন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে তারা টুঙ্গিপাড়ায় পৌঁছান।