বোয়ালখালী প্রতিনিধি »
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় শায়িত আছেন স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সোমবার (১ আগস্ট) সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি সাংসদ মোছলেম উদ্দিন আহমদের নেতৃত্বে বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগ নেতৃবৃন্দ টুঙ্গীপাড়া ঘুরে দেখেন।
এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারতে অংশ করেন।
এতে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এসএম বোরহান, বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা মো. শাকিব, মো. মুন্না, লাভলু, মো. আরমান ও তানভীর আহসাব।
পৌর ছাত্রলীগের সভাপতি মো. জাবেদ হোসেন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশে সংঘটিত হয়েছিলো ইতিহাসের জঘন্যতম নিষ্ঠুর হত্যাকান্ড। সেইদিন স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতক চক্রের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। সেইদিনের ঘটনাবলী বুকে ধারণ করে আছে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া।