ksrm-ads

২ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

টেকনাফে নৌকাডুবি—নিখোঁজ ১

টেকনাফে নৌকাডুবি—নিখোঁজ ১

সাগরে ৬৫ দিনের সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে কক্সবাজারের টেকনাফ সংলগ্ন সাগরে মাছ ধরতে গিয়ে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে আহতাবস্থায় ৪ জেলে তীরে ফিরে আসতে পারলেও নিখোঁজ রয়েছে এক জেলে। বুধবার (২৪ মে) দুপুরের দিকে টেকনাফ বাহারছড়া সংলগ্ন সাগরে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলে মো. এনামুল হক (২২) টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কচ্ছপিয়া মো. কাশেমের ছেলে।

নিখোঁজ এনামুলের পিতা. কাশেম জানান, বেলা সাড়ে ১১ টার দিকে তার ছেলে এনামুলসহ ৫ জন সাগরে মাছ ধরতে যায়। সাগরে হঠাৎ কালবৈশাখী ঝড়ো বাতাস শুরু হলে তাদের নৌকাটি সাগরে উল্টে ডুবে যায়। এতে নৌকাতে থাকা জেলেদের মাঝে ৪ জন গুরুতর আহতাবস্থায় সাঁতরে তীরে ফিরতে পারলেও আমার ছেলে এনাম নিখোঁজ রয়েছেন।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, টানা জালের ডিঙি নৌকা নিয়ে সাগরে নেমে কালবৈশাখী ঝড়ো বাতাসের কবলে পড়ে এনামুল নামে এক জেলে নিখোঁজ রয়েছে বলে খবর পেয়েছি। এসময় তার সাথে থাকা বাকি ৪ জেলে আহত হয় অবস্থায় ফিরে আসে। আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুন