কক্সবাজার প্রতিনিধি »
টেকনাফের শাহপরীরদ্বীপ কোনা পাড়া এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ এক নারী ও এক পুরুষকে আটক করে পুলিশ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত ১১ টার দিকে শাপরীরদ্বীপ কোনা পাড়ায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলো— টেকনাফের শাহপরীরদ্বীপ কোনা পাড়া এলাকার মনির আহমদের মেয়ে তাসলিমা আক্তার (২৪), শাপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকার শামসুল আলমের ছেলে
মো. আলম (২৪)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আব্দুল আলীম বলেন, মঙ্গলবার রাত ১১ টার সময় গোপন সংবাদে জানতে পারে শাপরীরদ্বীপ কোনা পাড়া এলাকার আলমের শ্বশুর বাড়িতে মাদকের একটি বড় চালান মজুদ রয়েছে। উক্ত গোপন সংবাদে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর আলম নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ওই বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাড়ির মেঝের উপর হতে প্লাস্টিক মুড়ানো এক লাখ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
তিনি বলেন, আটক নারী-পুরুষের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে।