ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

টেকনাফে শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নে শ্বশুর বাড়ি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ।

শনিবার (৩ জুলাই) বিকেলে টেকনাফ সদর ইউনিয়ন দক্ষিণ লেংগুরবিল এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান।

নিহত গৃহবধূ শাহিনুর (২০) ওই গ্রামের ছৈয়দ আহমদের স্ত্রী । পরিবারের অভিযোগ তাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী ছৈয়দ পলাতক রয়েছেন।

নিহতের ভাই মো ফারুক জানান, শাশুর বাড়ি থেকে হঠাৎ ফোন করে বলে শাহিনুর অজ্ঞান হয়ে গেছে। এই খবর শুনে আমরা এসে দেখি বাড়িতে কেউ নেই, দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকলে খাটের উপর শাহিনুরের মরদেহ দেখতে পাই। এবং তার গলায় রশির চিহ্ন দেখা যায়।

নিহত শাহিনুর টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের মেয়ে। গত তিন বছর আগে সামাজিক ভাবে ছৈয়দ আহমদের সাথে বিয়ে হয় এবং তাদের সংসারে ১ বছরের শিশু সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শাহিনুরের ঝুলন্ত লাশ তার শাশুড়ি দা দিয়ে রশি কেটে নামাতে দেখছেন প্রতিবেশীরা। নিহত শাহিনুরকে তার শাশুড়ি দীর্ঘ দিন ধরে নির্যাতন করে আসছে বলে প্রতিবেশিরা অভিযোগ করেছেন।

নিহত শাহিনুর এর মা জানান, আমার মেয়েকে স্বামী ও শাশুর বাড়ির লোকজন হত্যা করেছে, আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শাহিনুরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এবং ঘটনাটির তদন্ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন