১২ জুলাই ২০২৫

টেকনাফে ৮টি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

কক্সবাজারের টেকনাফে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে ৮ প্রতিষ্টানকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৩ এপ্রিল) দুপুরে টেকনাফ পৌরসভা উপরের বাজারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ আইনে টেকনাফ পৌরসভা উপরের বাজারে সিরাজ স্টোর, তাহের স্টোর, মোহাম্মদ আলী এন্টার প্রাইজ, নিউ ভাই ভাই স্টোর ও থানা রোডের মো. ইসমাইল স্টোর, মৌলভী আব্দুল্লাহ এন্টারপ্রাইজ, মেসার্স নিপুর চৌধুরী স্টোর ও জহির আহমেদ মুদির দোকান থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী বলেন, লক্ষ্য করা যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসকে উপলক্ষ করে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করতে পাঁয়তারা করছে। অভিযান মূলত ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করার লক্ষে পরিচালনা করেছি। সকলকে পণ্যের দাম না বাড়াতে ও বাজার অস্থিতিশীল না করতে সতর্ক করেছি।ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) কায়সার খসরু বলেন, বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে মূলত আমাদের সতর্কতামূলক অভিযান করা হচ্ছে। যদি কোনো ব্যাবসায়ী পণ্যের দাম অবৈধভাবে বৃদ্ধি করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন