কক্সবাজারের টেকনাফ ও মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে সোয়া লাখ ইয়াবা ও এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে পৃথক সময়ে এসব মাদকব্দ করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ ও রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে টেকনাফ উপজেলার মিজজির পাড়া দিয়ে মিয়ানমার থেকে মাদক আসার খবর পেয়ে অভিযান চালানো হয়। বিজিবির সদস্যরা মিজজির পাড়ায় কৌশলে অবস্থান নেয়। দুই ব্যক্তি সাঁতরিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে ২টি প্লাস্টিকের ব্যাগ ফেলে মিয়ানমারে পালিয়ে যায় চোরাকারবারিরা। টহলদল ওই স্থানে তল্লাশি করে প্লাস্টিকের ব্যাগে রাখা এক লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)’র অধিনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টের একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে বুধবার রাতে এককেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে। যৌথ চেকপোস্টের দক্ষিণে দুরুমখালি ব্রিজের দক্ষিণ গোরস্থান রোড নামক স্থানে টহলরত অবস্থায় একটি সন্দেহজনক ইজিবাইক থামাতে সংকেত দিলে যাত্রী একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। টহলদল যাত্রীর ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে। উভয় ঘটনায় যথাযথ নিয়ম অনুসরণে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।