ksrm-ads

২১ এপ্রিল ২০২৫

ksrm-ads

টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে ১২ ম্যাচ খেলবে বাংলাদেশ

বাংলাধারা স্পোর্টস  »

টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে চলতি বছর থেকে ২০২৩ সাল পর্যন্ত। এ সময়ে বাংলাদেশ ৬টি সিরিজ খেলবে, যা টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। প্রতিটি সিরিজই দুই ম্যাচের। এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসর মোটেই ভালো কাটেনি বাংলাদেশের। নয় দলের আসরে পয়েন্ট টেবিলে সবার নিচে থেকে শেষ করেছে মুমিনুল হকের দল। আর, ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কেইন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

এ ছাড়া তিন ম্যাচের টেস্ট সিরিজ পাচ্ছে না একটিও। এর আগে প্রথম আসরে দুটি তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল। কিন্তু, করোনার কারণে সেগুলো ভেস্তে গেছে। খেলা হয়নি একটিও। এবার শুরুতেই তিনটি খেলার সুযোগ হারাল বাংলাদেশ।
আগামী নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ। এরপর ডিসেম্বরে ঘরের মাঠে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। একই মাসের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে উড়াল দেবেন মুমিনুলরা।

এরপর আগামী বছর মার্চ-এপ্রিলে খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। জুলাই-আগস্টে যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। এরপর ২০২২ সালের নভেম্বরে খেলবে ভারতের বিপক্ষে। কোহলিদের বিপক্ষে হোম সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ।
নতুন আসরে সবচেয়ে বেশি ম্যাচ পাচ্ছে ইংল্যান্ড। তারা খেলবে ২১টি ম্যাচ। ভারত খেলবে ১৯টি ম্যাচ। অস্ট্রেলিয়া খেলবে ১৮টি। দক্ষিণ আফ্রিকা খেলবে ১৫টি ম্যাচ। আর পাকিস্তান খেলবে ১৪টি। সমান ১৩টি করে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন