বাংলাধারা প্রতিবেদন »
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে চট্টগ্রামমুখী ট্রাককে একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেওয়ায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। নিহত হেলপারের নাম আমিনুল ইসলাম (৩৮)। তার বাড়ি বগুড়ায়।
মঙ্গলবার (১৬ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিরসরাই স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজের জন্য ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি পাঠানো হয় ঘটনাস্থলে। এ সময় আমিনুল ইসলাম নামের একজনের মরদেহ উদ্ধার করে পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আহত ট্রাকচালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর