ksrm-ads

৫ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

ট্রেনের ৬১ সিটের ৫০ টি টিকেটসহ কালোবাজারী গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর কোতোয়ালি থানাধীন তিন পোলের মাথা এলাকা থেকে ট্রেনের টিকেট কালোবাজারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। এসময় তার কাছ থেকে বিভিন্ন ট্রেনের ৬১ সিটের ৫০ টি টিকেটও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩মে) সন্ধ্যায় তিন পোলের মাথায় কাদের টাওয়ারের সামনে থেকে মোঃ রুস্তম আলী প্রকাশ জাহাঙ্গীর (৪৭) সামের ওই কালোবাজারীকে গ্রেতার করা হয় বলে মুক্রবার (২৪ মে) দুপুরে এক  প্রেস বিজ্ঞপ্তি জানিয়েছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। মোঃ রুস্তম আলী প্রকাশ জাহাঙ্গীর (৪৭) মিরশরাইয়ের পূর্ব মিঠানলা রুস্তম আলী সারেং বাড়ীর মৃত সেবাজুল হকের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিন) আসিফ মহিউদ্দীন এর নেতৃত্বে এসআই মোঃ কামাল হোসেন, এসআই ফররুখ আহমদ মিনহাজ ও সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালি থানাধীন তিন পোলের মাথায় কাদের টাওয়ারের সামনে অভিযান চালিয়ে অবৈধভাবে ট্রেনের টিকিট কালোবাজারী করার সময় জাহাঙ্গীর কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বিভিন্ন ট্রেনের ট্রেনের ৬১ সিটের ৫০ টি উদ্ধার করা হয়।  

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন