বাংলাধারা ডেস্ক »
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছেন এক কৃষক ।
শুক্রবার ( ১৪ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের নাম কুঞ্জমোহন (৪০)। ওই কৃষকের গ্রামের বাড়ি উপজেলার ধনতলা ইউনিয়নের নাগেশ্বরবাড়ি ।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক বলেন, ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ওই কৃষক আত্মহত্যা করেছে বলে তার পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে। তবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
স্থানীয়রা সূত্রে জানা যায়, কুঞ্জমোহন এলাকার দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। ফসল তোলার পর তা’ বিক্রি করে দেনা পরিশোধ করার কথা ছিল। কিন্তু ধানের ফলন ভাল হলেও বাজার দর নিম্মমুখী। ফলে কম দামে ধান বিক্রি করে কুঞ্জমোহন দাদন ব্যবসায়ীর সুদ ও আসল টাকার দাবি মেটাতে ব্যর্থ হন। এই অপমানের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি