ksrm-ads

১৬ জানুয়ারি ২০২৫

ksrm-ads

ডকুমেন্ট জালিয়াতি করে বিটুমিন আমদানি, ‘কন্টেনার জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস’

বাংলাধারা প্রতিবেদক »

জালিয়াতি করা সনদ দাখিল করে আমদানিকৃত বিটুমিনের একটি চালান জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। চলতি অর্থ বছরের ঠিক শেষ সময়ে গত ২৮ জুন ব্যস্ত কাস্টম হাউসের চোখ ফাঁকি দিয়ে ঢাকার আমদানকিারক প্রতিষ্ঠান ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডেভেলপমেন্ট লিমিটেড এ জালিয়াতি করে। ভুয়া সনদ দাখিল করে সিএন্ডএফ এজেন্ট সানশাইন এর মাধ্যমে ৭২ লক্ষ টাকার শুল্ক পরিশোধ করে। এই চালানে ৯ কন্টেনার বিটুমিন ছাড় করে নিয়ে যায় চট্টগ্রাম বন্দর থেকে।

জানা গেছে, আমদানিকারক প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের একটি বাণিজ্যিক চালান গত ১৪ জুন ইরানের পতাকাবাহী জাহাজ এমভি নেগার যোগে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। যেখানে ৫০ কন্টেনারে মোট ১ লক্ষ মেট্রিকটন বিটুমিন ছিলো। যার বাজার মূল্য প্রায় ৪ লক্ষ ১৭ হাজার ইউএস ডলার।

গত ২৪ জুন ইর্স্টান রিফাইনারির পক্ষ থেকে আমদানিকারক প্রতিষ্ঠানটিকে বিটুমিনের গুণগত মান সনদ দিয়েছে। যেখানে দু্টি শ্রেণিতে পণ্য গুলোর মান উত্তীর্ণ হয়নি। যার ফলে বিটুমিনগুলো খালাসের কোনো সুযোগ ছিলো না। মূলত ন্যাশনাল ডেভেলপমেন্টে ইঞ্জিনিয়ার্স লিমিটেড বিটুমিনের পরীক্ষামূলক মূল সনদ কাস্টমে জমা না দিয়ে জাল সনদ বানিয়ে সিএন্ডএফ এজেন্ট সানশাইনের মাধ্যমে পণ্য বের করার পাঁয়তারা চালায়। যেখানে প্রায় ৯ কন্টেনার বিটুমিন ছাড় করে নিয়ে যায় তারা।

জালিয়াতির বিষয়টি আঁচ করতে পেরে চট্টগ্রাম কাস্টম হাউস মোট ৫০টি কন্টেনারের মধ্যে বাকি ৪১টি বিটুমিন কন্টেনার জব্দ করে রেখেছে। এদিকে ডেলিভারি নেয়া ৯ কন্টেনার বিটুমিন ফেরত আনার নিদের্শ দেয় চট্টগ্রাম কাস্টম হাউস। ২৯ জুন মঙ্গলবার কন্টেনারগুলো ফেরত আনার কথা জানা যায়।

এই বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা সাংবাদিকদের জানান, এই অর্থ বছরের শেষ সময়ে আমরা রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে খুবই ব্যস্ততম সময় পার করছি। এরই মাঝে আমদানিকারক প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও সিএন্ডএফ এজেন্ট সানশাইন এজেন্সি ইর্স্টান রিফাইনারির সনদটি সুক্ষ জালিয়াতির মাধ্যমে ৯ কন্টেনার বিটুমিন খালাস করে নিয়ে যায়। পরে জালিয়াতির বিষয়টি আমরা বুঝতে পেরে বাকি ৪১ কন্টেইনার বিটুমিন জব্দ করি এবং বাকি ৯ কন্টেইনার বিটুমিন ফেরত দেওয়ার নিদের্শনা দেওয়া হয়।

তিনি আরো বলেন, কোনো পণ্যের মান সনদ উর্ত্তীণ না হলে সে পণ্য ছাড় নেওয়া অপরাধ। এছাড়া সরকারি একটি প্রতিষ্ঠানের সনদ জালিয়াতি করে জমা দেওয়া আরো কঠোর অপরাধ। চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে বলে তিনি জানান।

জালিয়াতির বিষয়ে জানতে আমদানিকারক প্রতিষ্ঠান ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডেভেলপমেন্ট লিমিটেড এবং সিএন্ডএফ এজেন্ট সানশাইন এজেন্সি কর্মকর্তাদের মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা কল রিসিভ করেননি।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন