চট্টগ্রাম বন্দরের ডক শ্রমিকদের অধিকার আদায় করতে গিয়ে নিজ জীবন উৎসর্গ করেছিলেন শহীদ আবদুল হান্নান। হান্নানের রক্তবীজ থেকে গড়ে উঠা হাজার হাজার ডক শ্রমিক তার আদর্শ থেকে পিছপা হয়নি।
চট্টগ্রাম ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা শহীদ আবদুল হান্নানের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন সিটি মেয়র ও চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।
আজ বিকালেনিমতলা পোর্ট কানেকটিং রোডস্থ বিমান চতুরে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ আব্দুল হান্নান নিজের জীবন দিয়ে ডক শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন এবং চট্টগ্রাম বন্দরকে শ্রমিকদলের দুর্জয় ঘাঁটিতে পরিণত করেছিলেন।
তার এই উত্থানকে সহ্য করতে না পেরে ১৯৯৩ সালের ১৭ই এপ্রিল শ্রমিক নেতা নামধারী বন্দরের-চিহ্নিত সন্ত্রাসীরা হান্নানকে প্রকাশ্য দিবালোকে হত্যা করে। কিন্তু শহীদ আবদুল হান্নানকে হত্যা করে ডক শ্রমিকদেরকে দারিয়ে রাখতে পারেনি খুনী চক্র।
বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শ্রমিকদের স্বার্থেই কাজ করবে অতাতের মতো। সেক্ষেত্রে জাতীয়তাবাদী শ্রমিক দল অগ্রনী ভূমিকা পালন করবে।
বক্তারা বন্দরে কর্মরত ডক শ্রমিক সহ বন্দর সংশ্লিষ্ট সকল শ্রমিক কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবী সমূহ বাস্তবায়নের জন্য বন্দর কর্তৃপক্ষের নিকট আহবান জানান।
বক্তারা আরো বলেন বন্দরে কর্মরত শ্রমিক কর্মচারীদের নিরলস শ্রমের মাধ্যমে চট্টগ্রাম বন্দর আজ আর্ন্তজাতিক মানের আধুনিক বন্দরে রূপান্তরিত হয়েছে।
বক্তারা বলেন,২০২৪ইং সালে চট্টগ্রাম বন্দর লক্ষ্যমাত্রার থেকে অনেক বেশী হ্যান্ডলিং করেছে এক্ষেত্রে শ্রমিক কর্মচারীদের ভূমিকা সবচেয়ে বেশী। বন্দরে অধিক পরিমান কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং হওয়ায় বন্দর কর্মচারীদের বিশেষ উৎসাহ বোনাস দেওয়া হয়েছে। অথচ বন্দর শ্রম শাখার অর্ন্তভূক্ত শ্রমিক কর্মচারীদের দেওযা হয়নি। এখানেই বৈষম্য করা হয়েছে। শ্রম শাখার অর্ন্তভুক্ত শ্রমিক কর্মচারীদেরকে বিশেষ উৎসাহ বোনাস প্রদানের ব্যবস্থা গ্রহণ করা, এবং শ্রমিক কর্মচারীদেরকে স্থায়ী পরিচয় পত্র প্রদান করা সহ ন্যায়সঙ্গত দাবী সমূহ বাস্তবায়ন করার জন্য বক্তারা আহবান জানান।
সংগঠনের সভাপতি মো. হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভসলিম হোসেন সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইস্রাফিল খসরু, বিশেষ অতিথি ছিলেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম, কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল্লা বাহার, বিএনপি নেতা এম এ আজিজ, হানিফ সওদাগর, জাহেদুল হাছান। বক্তব্য দেন শ্রমিক নেতা আবুল কাশেম, মোঃ ইমতিয়াজ, মোঃ হাছান, জয়নাল, হুমায়ূন কবির ফারুক, আপ ফারুক সেকান্দর, মোঃ- আলম, ইব্রাহিম খোকন, নাজিম উদ্দিন, মোঃ ইয়াছিন প্রমুখ।













